৩। কি সেবা প্রদান করা হয়ঃ
ক্রমিক নং | সেবার নাম/ প্রধান কাজ সমূহ | সেবা দাতার পদবী | সেবা প্রদানের সময় | মন্তব্য |
০১ | আদশশুমারী প্রতি ১০ (দশ) বছর পর পর অনুষ্ঠিত হয়। | পরিসংখ্যান কর্মকর্তা | প্রস্ত্ততি মূলক কাজ ৫-৬ মাস মূল শুমারী ৫দিন |
|
০২ | কৃষিশুমারী প্রতি ১০ (দশ) বছর পর পর অনুষ্ঠিত হয়। কৃষি শুমারী করা হয় কৃষকের উন্নয়নের জন্য। | পরিসংখ্যান কর্মকর্তা | প্রস্ত্ততি মূলক কাজ ৫-৬ মাস মূল শুমারী ১৫দিন |
|
০৩ | অর্থনৈতিক শুমারী প্রতি ১০ (দশ) বছর পর পর অনুষ্ঠিত হয়। অর্থনৈতিক প্রতিষ্ঠান সংখ্যা, যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যা, ধর্মমীয় প্রতিষ্ঠান সংক্রান্ত যাবতীয় তথ্য জানা। | পরিসংখ্যান কর্মকর্তা | প্রস্ত্ততি মূলক কাজ ৫-৬ মাস মূল শুমারী ১০-১৫দিন |
|
০৪ | এ ছাড়াও দাতা সংস্থা ও সরকারী নির্দেশমতে বিভিন্ন বিষয় ভিত্তিক জরীপ করা হয়। | পরিসংখ্যান কর্মকর্তা | প্রতিটি জরীপ কাজের সময়কাল ১০-১৫দিন |
|
০৫ | ঢাকা হতে প্রেরিত কর্মসূচী অনুসারে প্রতি মাসে কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহের মাধ্যমে ঢাকা সদর দপ্তরে নির্ধারিত সময়ে প্রেরণ। | পরিসংখ্যান কর্মকর্তা | মাসিক প্রতিবেদন প্রেরণ করার জন্য কর্মসূচীতে নির্ধারিত সময় উল্লেখ করা আছে। |
|
০৬ | বিশেষ জরিপঃ প্রকল্পের নামঃ এম.এস.ভি.এস.বি জগন্নাথপুর পৌরসভার অন্তর্গত জগন্নাথপুর বাড়ী মৌজা এবং আশারকান্দি ইউনিয়নের শুক্লাম্বরপুর মৌজা। তথ্যের ধরণঃ জন্ম, মৃত্যু, বিবাহ/ তালাক বা পৃথক বসবাস, বহির্গমন, আগমন, প্রতিবন্ধী ও জন্ম নিবন্ধন। | পরিসংখ্যান কর্মকর্তা | প্রতি মাসে ২ (দুই) দিন | সেবা দানের জন্য ২ (দুই) জন মহিলা গণনাকারী নিয়োগ দেওয়া আছে। তাদের মাধ্যমে তথ্য সংগ্রহ। |
০৭ | উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জনসংখ্যা সংক্রান্ত সনদপত্রের জন্য আবেদন গ্রহণ এবং উপজেলা পরিসংখ্যান অফিসার কর্তৃক ব্যবস্থা গ্রহণ। | আবেদন অনুসারে যাচাই বাছাই এবং প্রয়োজনে তদন্ত করন। | যাচাই বাছাই এর পর সনদপত্র প্রদান | সময় (১০-১৫) দিন |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস